Dhaka , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘বিয়ের দাওয়াতে প্রথম পারিবারিক সফর! সানি লিওন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ১৫৮ Time View

আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয় সানি লিওনকে নিয়ে। বহু বছর আগে পর্ন দুনিয়া থেকে বিদায় নিলেও নিস্তার মেলেনি তার। এখনও তাকে ওই দৃষ্টিতে দেখেন অনেকে। সানিরও ঘর-সংসার আছে মানতেই পারেন না তারা।

তবে এ নিয়ে মাথা ঘামান না সানি। দিব্যি ঘর সংসার করছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে মিলল তার প্রমাণ। স্বামী সন্তান নিয়ে প্রথম কোনো বিয়ের দাওয়াতে গেছেন এ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন সেই খবর।

রোববার ইনস্টাগ্রামে স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন সানি। মুম্বইয়ে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের রিসেপশনে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই ছবি তুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই প্রথম কোনও বিয়ে বাড়িতে তারা গোটা পরিবার একসঙ্গে যাচ্ছেন।

ছবিটি শেয়ার করে সানি ক্যাপশনে লেখেন, ‘বিয়ের জন্য আমাদের প্রথম পারিবারিক সফর! অনেক উত্তেজনাপূর্ণ!’ছবিতে সানিকে আকাশি-নীল রঙের লেহেঙ্গা পরে দেখা যাচ্ছে। কানে হিরের বড় দুল পরেছেন। ড্যানিয়েলের পরনে সিল্কের কুর্তার সঙ্গে নীল শেরওয়ানি। ছোট্ট নিশা পরেছে উজ্জ্বল হলুদ এবং গোলাপি রঙের লেহেঙ্গা। সানির দুই ছেলে নোহা এবং আশেরও একই রকেমর সবুজ কুর্তা-পাজামা পরেছে।

কিছুদিন আগে কানে দ্যুতি ছড়িয়েছেন সানি। এটাই ছিল তার প্রথম কান উদযাপন। সেখানেই সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল। প্রিয়তমা স্ত্রীর সঙ্গে ছিলেন ছায়ার মতো।

Tag :
About Author Information

zahirul islam

আলোচিত

‘বিয়ের দাওয়াতে প্রথম পারিবারিক সফর! সানি লিওন

Update Time : ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয় সানি লিওনকে নিয়ে। বহু বছর আগে পর্ন দুনিয়া থেকে বিদায় নিলেও নিস্তার মেলেনি তার। এখনও তাকে ওই দৃষ্টিতে দেখেন অনেকে। সানিরও ঘর-সংসার আছে মানতেই পারেন না তারা।

তবে এ নিয়ে মাথা ঘামান না সানি। দিব্যি ঘর সংসার করছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে মিলল তার প্রমাণ। স্বামী সন্তান নিয়ে প্রথম কোনো বিয়ের দাওয়াতে গেছেন এ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন সেই খবর।

রোববার ইনস্টাগ্রামে স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন সানি। মুম্বইয়ে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের রিসেপশনে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই ছবি তুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই প্রথম কোনও বিয়ে বাড়িতে তারা গোটা পরিবার একসঙ্গে যাচ্ছেন।

ছবিটি শেয়ার করে সানি ক্যাপশনে লেখেন, ‘বিয়ের জন্য আমাদের প্রথম পারিবারিক সফর! অনেক উত্তেজনাপূর্ণ!’ছবিতে সানিকে আকাশি-নীল রঙের লেহেঙ্গা পরে দেখা যাচ্ছে। কানে হিরের বড় দুল পরেছেন। ড্যানিয়েলের পরনে সিল্কের কুর্তার সঙ্গে নীল শেরওয়ানি। ছোট্ট নিশা পরেছে উজ্জ্বল হলুদ এবং গোলাপি রঙের লেহেঙ্গা। সানির দুই ছেলে নোহা এবং আশেরও একই রকেমর সবুজ কুর্তা-পাজামা পরেছে।

কিছুদিন আগে কানে দ্যুতি ছড়িয়েছেন সানি। এটাই ছিল তার প্রথম কান উদযাপন। সেখানেই সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল। প্রিয়তমা স্ত্রীর সঙ্গে ছিলেন ছায়ার মতো।