লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি শিমুল সাহাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ। গতকাল সোমবার বিকালে শ্যাম সুন্দর জিউ আখড়ায় এই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বিশাল হুন্ডা শোডাউন দিয়ে দালাল বাজার থেকে তাকে বরণ করে নেওয়া হয়। শোডাউনটি দালাল বাজার থেকে শুরু হয়ে জেলা শহর পদক্ষিন শেষে শ্যাম সুন্দর জিউ আখড়ায় শেষ হয়। এসময় যুব ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পরে মন্দির প্রাঙ্গনে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা জানায় কেন্দ্রীয় সভাপতিকে।