স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর সদর উপজেলার জাহানাবাদ গ্রামের ফারহানা আক্তার আইরিন তার বাবার মৃতদেহ বাড়িতে রেখে আজ (২ জুলাই) এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি সদর উপজেলা খিলবাইছা জি এফ ইউনিয়ন স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী। তার বাবা আনোয়ার হোসেন মিরন গতকাল (১ জুলাই) রাতে তাদের পাশ্ববর্তী বাজার পালেরহাট বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার পথে হটাৎ মাটিতে শুয়ে পড়েন পরে স্থানীয় এক বাসিন্দা মাছ শিকার করতে এসে তাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।এরপর তার বড় ভাই সহ স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া পথে উনি মারা যান। এদিকে তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত মিরন লক্ষ্মীপুর সদর উপজেলা ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন জাহানাবাদ গ্রামের মৃত সেকান্তর মিয়ার ৬ ছেলে মেয়ের মধ্যে সবার ছোট ছিল। এছাড়া মিরন মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে এবং ২ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন এবং সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন ।