নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সাথে সৌজন্যে সাক্ষাত করেন লক্ষ্মীপুর জেলার গৌরব জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হাসান মাহমুদ । এসময় হাসান মাহমুদকে কাছে পেয়ে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন,পৌরসভার জনন্দিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ।
২৩ মে মঙ্গলবার লক্ষ্মীপুরের কৃতিসন্তান জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সাথে তার কার্যলয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মেয়র এই শুভেচ্ছা উপহারটি হাসান মাহমুদ’র তুলে দেন । মেয়রের উপহার পেয়ে হাসান মাহমুদ নিজকে গর্বিত লক্ষী মায়ের সন্তান হিসেবে আনন্দবোধ করেন । তিনি বিশ্ব দরবারে লক্ষীপুরকে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন ।