নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীন বরণ ও জয় বাংলা কনসার্ট উপলক্ষে আয়োজিত হয়েছে আলোচনা সভা
২১ মে (রবিবার) সকালে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র, জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্র লীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন ভুঁইয়া প্রমুখ।
এসময় পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রী ও শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে জেলা স্টেডিয়াম হতে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত রাস্তা মেরামত করে দেয়ার আশ্বাস প্রদান করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া
পৌর মেয়র জানান, আগামী আগষ্ট মাসের মধ্যেই লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম হতে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত সড়কটি সংস্কার করা হবে