স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অফ লক্ষ্মীপুরের ৬ষ্ঠ পালা-বদল অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ২০২৩সালের নতুন বোর্ড তাদের দায়িত্ব বুঝে নেন। এতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন এপেক্সিয়ান ডা: মোঃ ইউসুফ মিলন ও সেক্রেটারী এন্ড ডিএন এডিটর হিসেবে দায়িত্ব গ্রহন করেন এপেক্সিয়ান ইসমাইল খান সুজন। শুক্রবার (১৯মে) শহরের ওয়েলকাম চাইনিজ রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় একজন অসহায়কে কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করেন ক্লাবটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অফ লক্ষ্মীপুরের ফাউন্ডার ও চাটার্ড সেক্রেটারী এপেক্সিয়ান মাহতাব উদ্দিন আরজু। দ্বিতীয় অধিবেশনে এপেক্সিয়ান মোঃ ইউসুফ মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, জেলা-৮ এর গভর্নর এপেক্সিয়ান এড. মাহমুদুল হাসান সরকার পাশা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাব এর অতীত সভাপতি এপেক্সিয়ান অধ্যাপক মিজানুর রহমান, অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান শরিফুল ইসলাম, এপেক্স ক্লাব অফ লক্ষ্মীপুরের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাসুদুর রহমান খাঁন ভুট্টু, অতীত সভাপতি এপেক্সিয়ান কামাল উদ্দিন প্রমুখ। এছাড়া এপেক্স ক্লাব অফ লক্ষ্মীপুরের ফ্লোর মেম্বার সহ বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।