নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসমাইল হোসেন রনিকে সভাপতি এবং বাহাদুর হোসেন নোবেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা দুজনই পূর্ববর্তী কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কাপ্তাই হ্রদে মিলল সেই বিরল গোলাপী হাতিটির মৃতদেহ
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. রাজু, সহ-সভাপতি মো. আশরাফুল আলম, তারেক রহমান, মো. দিপু, মো. ইমতিয়াজ আহমেদ, আবদুল কবির ও সবুজ হোসেন (সজিব), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মেহেদী হাসান নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান আরিফ, মো. রায়হান হোসেন, মো. সোহেল রানা, রাকিবুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান নাহিদ, ফরহাদ হোসেন, দিদার হোসেন আকাশ, জনি আক্তার ও সৈয়দ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী এবং দপ্তর সম্পাদক জাকির পাটওয়ারী।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, সংগঠনকে আরো গতিশীল করতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ১ জুন হাসিবুর রহমান ওভিকে আহ্বায়ক ও মাইনুল হাসান শাওনকে সদস্য সচিব করে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়।


Reporter Name 









