প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে কল্পনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে তার শ্বশুর শাশুড়িসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে গৃহবধূর স্বজনরা অভিযোগ তোলেন। ঘটনার পর থেকে কল্পনার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহত কল্পনা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমনের স্ত্রী।
নিহতের পরিবারে অভিযোগ, প্রায় ৮ দিন আগে কল্পনার কন্যা সন্তান হয়েছে। সেজন্য মঙ্গলবার (২২ জুলাই) বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায়। এসময় মিষ্টিসহ বিভিন্ন জিনিপত্র নিয়েছে। সেগুলো কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়িরা তাকে বিভিন্ন কথা শোনায়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে কল্পনার বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। তার স্বামী ওমান থাকে। সেই সুযোগে শ্বশুর শাশুড়ি তাকে নানাভাবে নির্যাতন-নিপীড়ন করে আসছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম বলেন, শুনেছি গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ তাকে ফাঁস দেওয়া অবস্থায় পায়নি। তার শ্বশুর বাড়ির লোকজনও আত্মগোপনে রয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নান্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


Reporter Name 










