স্টাফ রিপোর্টার: প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুরের রামগঞ্জের নরিমপুরের স্মার্ট একাডেমিতে রক্তপাত ও ব্যাথা ছাড়া অত্যাধুনিক লেজার মেশিনে তুরষ্কের অভিজ্ঞ ডাক্তার দ্বারা হাজার হাজার বাচ্চার সুন্নাতে খাতনা সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশের স্মার্ট ফাউন্ডেশন ও তুরষ্কের আন্তর্জাতিক সংগঠন IFA (ইন্টারন্যাশনাল ফ্রেটার্নিটি এসোসিয়েশন) এর যৌথ উদ্যোগে সুন্নাতে খাতনার আয়োজন করা হয়। এতে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক বাচ্চার খাতনা সম্পন্ন হয়।
সুদূর তুরষ্ক থেকে আগত অভিজ্ঞ ডাক্তারগণ অত্যান্ত হাসিখুশি ও আন্তরিকতার সাথে লেজার অপারেশন সম্পন্ন করেন।
ডাক্তারগণ বাংলাদেশের এমন মহৎ কর্মে নিজেদের নিয়োজিত রাখতে পেরে আনন্দ প্রকাশ করেন।
এধরনের অত্যাধুনিক সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবা প্রাপ্তরা।
বাংলাদেশ স্মার্ট ফাউন্ডেশন, স্মার্ট একাডেমি ও স্টার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, বিগত ৫ বছর যাবত তুরষ্ক থেকে অভিজ্ঞ ডাক্তার এনে বাংলাদেশে আমরাই একমাত্র অত্যাধুনিক লেজার অপারেশন শুরু করছি, যাহা এখনও চলমান রয়েছে। মহান আল্লাহ চাইলে অদূর ভবিষ্যতেওআমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই লেজার অপারেশন কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর আমরা প্রায় আড়াই হাজার বাচ্চার সুন্নাতে খাতনা (মুসলমানি) সম্পন্ন করে থাকি।