লক্ষ্মীপুর প্রতিনিধি:শ্রমিকদলে ভাড়াটিয়া কোন লোক ইনফুট হলে লক্ষ্মীপুরে শ্রমিক দল বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান।
আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনীতে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি লক্ষ্মীপুর জেলার শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে বলেন,লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলকে বলির পাঠা বানাবেন না, শ্রমিক দলে যদি কোন ভাড়াটিয়া নেতা ইনফুট করা হলে রাজনৈতিক ভাবে প্রতিরোধ করার হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরো বলেন অন্য দল বা সংগঠন থেকে শ্রমিক দলের শীর্ষ নেতৃত্ব আমরা মেনে নিবো না।
শ্রমিক দল একটি সু সংগঠিত সুশৃংখল সংগঠন।
বিগত দিনে আন্দোলনে যারা শ্রমিক দল হয়ে রাজপথে সংগ্রাম করেছেন তাদের মধ্যথেকে শ্রমিক দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচিত করার আহবান জানান তিনি।
এর আগে লক্ষ্মীপুর পৌর শ্রমিক দলের আহবায়ক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লিটনের সমর্থনে মিছিল করে শ্রমিক দলের নেতাকর্মীরা।
প্রসঙ্গত: গত কিছুদিন থেকে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের কমিটি গঠন করার গুঞ্জন চলছে। তবে বিভিন্ন কারনে তা ঘোষণা করা হচ্ছে না। আজ কমিটি ঘোষণা করার কথা থাকলেও বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী ত্র্যানি লক্ষ্মীপুরে উপস্থিত না থাকায় আজও কমিটি ঘোষণা হচ্ছেনা বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।