রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুর খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা লক্ষ্মীপুরে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ,সড়ক অবরোধ ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবসে নেই কোন কর্মসূচি ভারত যদি মনে করে আওয়ামী লীগ তাদের বন্ধু, তাহলে আওয়ামী লীগের সঙ্গেই থাকুক..আবুল খায়ের ভুঁইয়া ভারত যদি মনে করে আওয়ামী লীগ তাদের বন্ধু, তাহলে আওয়ামী লীগের সঙ্গেই থাকুক..আবুল খায়ের ভুঁইয়া প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ কর্মকর্তাকে রিলিজ ৩মাস ১১ দিনে  পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা  কমলনগরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর ১২০ টাকা মেধাভিত্তিক পুলিশের চাকুরি পেলেন ৫০ জন তরুণ-তরুণী

খবরের কাগজ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির বাড়িতে সন্ত্রাসী হামলা 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধ: খবরের কাগজ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী । শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটায় মোহাম্মদ রফিকুল ইসলামের লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দাউদপুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়।

 রফিকুল ইসলামের প্রতিবেশী ও বন্ধু  মোহাম্মদ নুর আলম নুরু টেইলারের মামলার তদারকি করায় মামলার এজহার নামীয় ও খুনের সাথে  জড়িত  আসামি নিকু ও তার গ্রুপের  সন্ত্রাসীরা  মোহাম্মদ রফিকুল ইসলাম  কে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালান  বলে জানাযায়।

জানা যায়, রাত সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটো রিকশা করে 8 জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে হানা দেয়।সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। এসময়

তারা রফিকুল ইসলামের সাথ জরুরী কথা আছে বলে  ঘর থেকে বাইরে ডেকে নেওয়ার চেষ্টা চালায়।রফিকুল ইসলাম ঘর থেকে বের হতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় রফিকুল ইসলাম থানা পুলিশ  ও প্রতিবেশীদের ফোনে খবর দিলে প্রতিবেশীরা রফিকুল ইসলামের বাড়িতে ছুটে আসছে জেনে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাতেই চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হুসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক গাজী মমিন উল্লাহ, যুগ্ন সম্পাদক আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্বাস হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন পৃথক পৃথক বিবৃতিতে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।তারা অবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও সাংবাদিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য এই সন্ত্রাসীরা চন্দ্রগঞ্জ থানা এলাকায়, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি,দখল- লুটপাট সহ সব ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। হামলায় নেতৃত্বদানকারী নিকুর বিরুদ্ধে দুটি হত্যা,ডাকাতি ও মাদক সহ   ৭/৮টি মামলা রয়েছে।

নুরু টেইলার হত্যার পর তারা কিছুদিন গা ঢাকা দিলেও সম্প্রতি তারা এলাকায় ফিরে এসে আবারো আগের মত অপরাধকর্ম  চালিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি চন্দ্রগঞ্জ বাজারে চাঁদাবাজি বন্ধ ও  সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মান্দারী বাজারে শ্রমিক সমাবেশ করেছে।

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মামলায় গ্রেফতারি পরোয়ানা  থাকলেও  পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে কোন ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102