লক্ষ্মীপুর প্রতিনিধিঃল লক্ষ্মীপুরে সদরের ২০ নং চররমনী মোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেঘনার শাখা নদীর পাড়ে ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন প্রধানের মাছের আড়ৎ ঘর ভেঙ্গে দেয় দূর্বৃত্তরা।
বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিন ঘুরে জানাগেছে, জেলা সদরের চররমনী মোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেঘনা নদীর শাখা খাল পাড়ে স্থাপিত ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের মাছ ঘাটে টিনের আড়ত ঘরের খুঁটি কুপিয়ে ভেঙ্গে দেয় দূর্বৃত্তরা। পরে ভাঙ্গনকৃত ওই ঘরের ধ্বংসাবশেষ এবং পাশে থাকা একটি দোকান ঘর লুটে নিয়ে যায় দূর্বৃত্তরা। এর আগে স্থানীয় হাকিম আলী নামক এক ব্যক্তি এখানে মাছঘাট স্থাপন করতে নিষেধ করছেন বলে যুবদল নেতা জানান। ভাঙ্গন ও লুটের ঘটনায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষতির কথা জানান এ নেতা। তিনি বলেন, নদীতে মাছ ধরার জেলেদের কাছে আমার অগ্রিম দাদনের টাকা দেওয়া আছে। যুবদলের দায়িত্বে থাকার কারনে আওয়ামীলীগ সরকারের আমলে তাকে এখানে ব্যবসা করতে দেয়নি। সরকার পরিবর্তনের পর তিনি আবারে আড়ৎ ঘর দিয়ে এ ব্যবসা শুরু করেছেন। পাশের আড়তের লোকজন তার এ ঘর ভেঙ্গে দিয়েছেন বলে তিনি দাবী করেন। এ ব্যপারে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
আপরদিকে তার আড়ৎঘরের পাঁচ’শ গজ উত্তরে আরেকটি মাছের আড়ৎ রয়েছে। এ আড়তের মালিক ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন সরকার। তিনি জানান, ১৯৯০ সাল থেকে মাছের আড়তদার হিসেবে ব্যবসা শুরু করেছেন। বিএনপি করায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তাকে এ ব্যবসা করতে দেয়নি। সরকার পরিবর্তনের পর তিনি আবারো এ ব্যবসা শুরু করেছেন। যুবদল নেতার মাছের আড়তঘর ভাঙ্গার বিষয়ে তিনি জানান, এখানে তার মাছের আড়ৎ ছাড়া অন্য কারো আড়ৎ নেই।