নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে যখন মানুষের নাভিশ্বাস অবস্থা তখন মানুষের মাঝে স্বস্তি ফিরাতে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে ছাত্ররা।
রোববার সকালে লক্ষ্মীপুর শহরের আজিম শাহ মার্কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার । এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সহকারি পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, জেলা ছাত্র সমাজের অন্যতম সম্বনয়ক এনামুল হক,শাহিদুর রহমান রাফি ও স্বেচ্ছাসেবীবৃন্দ। জানা যায়, জেলা ছাত্র সমাজের সহযোগিতায় প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভ মূল্যে বিক্রি করছে ছাত্ররা। এতে পাওয়া যাচ্ছে গরুর ও খাসির মাংস, লাউ, মিস্টি কুমড়া, টমেটো, মরিচ, মুলা, বেগুন, পেঁপে, লাল শাক, শসা, শসিন্দা, লতি, করলা, পুই শাকসহ অন্যান্য শাক সবজি। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। নিয়মিত এমন কার্যক্রমের প্রত্যাশা তাদের। ক্রেতারা বলেন, বাজারে যে সকল সবজি অধিক দামে বিক্রি হয়, সে সকল সবজি এখানে সুলভ মূল্যের পাওয়া যায় । এছাড়া অন্যান্য সবজিসহ গরুর মাংস কম দামে পাওয়া যাচ্ছে। ক্রিতারা বলেন এধরণের কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই ।
ভক্সপপ: ২জন আয়োজককারি অন্যতম সম্বনয়ক এনামুল হক,শাহিদুর রহমান রাফি ,ও ক্রেতা ২জন।
আয়োজকরা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির মূলে রয়েছে সিন্ডিকেট। আমরা সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে এনেছি এবং বিনা লাভে ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি। আজ আমাদের কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান থাকবে। ক্রিতারা বলেন এধরণের কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই । রাজীব কুমার সরকার,জেলা প্রশাসক, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের অন্যতম এজেন্ডা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ যেন তা ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ক্রয় করতে পারে।স লক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। আজকে ছাত্রদের এমন আয়োজন , পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে এই র্ক্যাক্রম শুরু করবো । যাতে কোন সংকট তৈরি না হয় । জেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।