নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ রোববার (১৩ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
এর আগে সকাল থেকে মন্ডপে মন্ডপে শুরু হয়েছে সিঁদুর খেলা। এরপর আরতি, শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হলো জেলার ৭৮ টি মন্ডপের । উৎসবমুখর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেনাবাহিনীসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় দেওয়া হয় প্রতিমা বিসর্জন । এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুব দলের আহবায়ক রেজাউল করিম লিটন ।
হিন্দুধর্ম মতে, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভুজা দেবী দুর্গা, বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। দোলায় বা পালকিতে আগমনের পর এবার দেবী দুর্গার গমন হচ্ছে ঘোটক বা ঘোড়ায় চড়ে।