Dhaka , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি আ.লীগ নিষিদ্ধে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না : মাহফুজ আলম বাংলাদেশেকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে: এ্যানি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু গুলিবিদ্ধ চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪ বিগত ১৬/১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি-খায়ের ভুঁইয়া বিগত ১৬/১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি-খায়ের ভুঁইয়া লক্ষ্মীপুর জেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত নেতা-নুর নবী  এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী: এ্যানি

কেআইবি কৃষি সেবা – বিনামুল্যে জনসাধারণের জন্য কৃষি বিষয়ক তথ্য ও বিশেষজ্ঞ সেবা।

  • Reporter Name
  • Update Time : ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
  • ১০৪ Time View
ফল, ফুল, শাক-সবজির চাষাবাদ, ছাদে বাগান তৈরী ও পরিচর্যা, বসতবাড়ি অফিস কল-কারখানা বা শখের বাগানবাড়িতে গাছ রোপন ও পরিচর্যা বিষয়ক অথবা যে কোন ফসল চাষ, মৎস্য চাষ, মৎস্য এ্যাকুরিয়াম ব্যবস্থাপনা, প্রাণীসম্পদ (হাঁস-মুরগী-পাখি, গরু-ছাগল পালন, গৃহপালিত বিড়াল-কুকুর ও অন্যান্য প্রাণীর চিকিৎসা) বিষয়ক তথ্য, প্রযুক্তি, সমাধান, পরামর্শ দিয়ে জনসাধারনকে বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে কেআইবি কৃষিসেবা  উদ্যোগ চালু হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আই টি আর) এর যৌথ উদ্যোগ হিসেবে এ কার্যক্রম চালু রয়েছে।
কৃষি বিষয়ক বিশেষজ্ঞ সেবা তিন উপায়ে পেতে পারেন।

১। সরাসরি :
প্রতি শনিবার সকাল ১০-০০ হতে বিকাল ৫-০০ পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেট ক্যাম্পাসে কেআইবি কৃষিসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি বিশেষজ্ঞবৃন্দের সাথে আলোচনা করে সেবা নিতে পারবেন।

২। মোবাইল বা যে কোন ফোন থেকে:
সপ্তাহের সকল কার্যদিবসে (শুক্রবার ও ঘোষিত ছুটির দিন বাদে) সকাল ১০-০০ হতে বিকাল ৫-০০ পর্যন্ত যে কোন মোবাইল বা ল্যান্ড ফোন থেকে (ফোন চার্জ প্রযোজ্য) ‘০৯৬০৪৩৩৩৪৪৪’ নম্বরে ফোন করে সরাসরি বিশেষজ্ঞবৃন্দের সাথে কথা বলে পরামর্শ বা সেবা নিতে পারবেন।
৩। ওয়েবসাইট থেকে :
সেবা প্রত্যাশীবৃন্দ যে কোন সময়ে www.krishibangla.com ওয়েবসাইটে www.krishibangla.com/problem/send লগইন করে অনলাইন কৃষি সমস্যা সমাধান বক্সে বাংলা বা ইংরেজীতে বিস্তারিতভাবে লিখে স্বল্পতম সময়ে বিশেষজ্ঞবৃন্দ কর্তৃক দেয়া সমস্যা সমাধান বা তথ্য পাবেন।
Tag :
About Author Information

শহিদদের রক্তের বদলা নিতে ‘যে অঙ্গীকার’ করলেন শিবির সভাপতি

কেআইবি কৃষি সেবা – বিনামুল্যে জনসাধারণের জন্য কৃষি বিষয়ক তথ্য ও বিশেষজ্ঞ সেবা।

Update Time : ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
ফল, ফুল, শাক-সবজির চাষাবাদ, ছাদে বাগান তৈরী ও পরিচর্যা, বসতবাড়ি অফিস কল-কারখানা বা শখের বাগানবাড়িতে গাছ রোপন ও পরিচর্যা বিষয়ক অথবা যে কোন ফসল চাষ, মৎস্য চাষ, মৎস্য এ্যাকুরিয়াম ব্যবস্থাপনা, প্রাণীসম্পদ (হাঁস-মুরগী-পাখি, গরু-ছাগল পালন, গৃহপালিত বিড়াল-কুকুর ও অন্যান্য প্রাণীর চিকিৎসা) বিষয়ক তথ্য, প্রযুক্তি, সমাধান, পরামর্শ দিয়ে জনসাধারনকে বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে কেআইবি কৃষিসেবা  উদ্যোগ চালু হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আই টি আর) এর যৌথ উদ্যোগ হিসেবে এ কার্যক্রম চালু রয়েছে।
কৃষি বিষয়ক বিশেষজ্ঞ সেবা তিন উপায়ে পেতে পারেন।

১। সরাসরি :
প্রতি শনিবার সকাল ১০-০০ হতে বিকাল ৫-০০ পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেট ক্যাম্পাসে কেআইবি কৃষিসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি বিশেষজ্ঞবৃন্দের সাথে আলোচনা করে সেবা নিতে পারবেন।

২। মোবাইল বা যে কোন ফোন থেকে:
সপ্তাহের সকল কার্যদিবসে (শুক্রবার ও ঘোষিত ছুটির দিন বাদে) সকাল ১০-০০ হতে বিকাল ৫-০০ পর্যন্ত যে কোন মোবাইল বা ল্যান্ড ফোন থেকে (ফোন চার্জ প্রযোজ্য) ‘০৯৬০৪৩৩৩৪৪৪’ নম্বরে ফোন করে সরাসরি বিশেষজ্ঞবৃন্দের সাথে কথা বলে পরামর্শ বা সেবা নিতে পারবেন।
৩। ওয়েবসাইট থেকে :
সেবা প্রত্যাশীবৃন্দ যে কোন সময়ে www.krishibangla.com ওয়েবসাইটে www.krishibangla.com/problem/send লগইন করে অনলাইন কৃষি সমস্যা সমাধান বক্সে বাংলা বা ইংরেজীতে বিস্তারিতভাবে লিখে স্বল্পতম সময়ে বিশেষজ্ঞবৃন্দ কর্তৃক দেয়া সমস্যা সমাধান বা তথ্য পাবেন।