কমলনগর- প্রতিনিধিল: ক্ষ্মীপুরের কমলনগর-, রামগতিতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক – ক্ষুদ্র ৬ হাজার কৃষক পেলেন নগদ অর্থ ও বিভিন্ন সব্জির বীজ।
মঙ্গলবার উপজেলার স্পন্দন কক্ষে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহিন রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো: রফিক উল্লাহ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের পুর্নবাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাকসব্জির বীজ ও প্রতি কৃষককে বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
এদিকে রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ তারেক জানান, ৩০০ কৃষককে সব্জির বীজ ও প্রতি কৃষককে বিকাশের মাধ্যমে এক হাজার টাকা করে বিতরণ করা হয়।