রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসি এই মন্তব্য করা হয়।
নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, লক্ষ্মীপুরকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
লক্ষ্মী হচ্ছে সৌভাগ্যের পথিক। আমরা বলি লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। এগুলো আমরা মঙ্গল অর্থে ব্যবহার করি। অর্থাৎ সৌভাগ্যের নগরবাসী, সমৃদ্ধি নগরবাসী। লক্ষ্মী সমৃদ্ধশালী, ঐশ্বর্য নগরী করতে চাই। এ দায়িত্ব ও পরিকল্পনা নিয়ে আমি এসেছি। আমি বিশ্বাস করি এটি বাস্তবায়ন করতে হলে (আপনাদের) সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা আমাকে সাহায্য করবে। স্বপ্ন বাস্তবায়নে যথেষ্ট সমর্থন দিবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সম্রাট খিঁশা,উপ-পরিচালক স্থানীয় সরকার মো. রফিকুল হক ও সদর উপজেলার নির্বাহী (ইউএনও) আরিফুর রহমান।
এসময় সিনিয়র বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, আ.হ.ম, মোস্তাকুর রহমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ছাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক আব্বাস হোসেন, সেলিম উদ্দিন নিজামী, সাইফুল ইসলাম স্বপন,, শহিদুল ইসলামসহ প্রমুখ।