রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর কর্তৃক এম এস কার্যক্রমের আওতায় ন্যায্য মূল্যে চাউল ও আটা বিক্রি শুরু।
এ সুবিধা পাচ্ছেন এম এস কার্ডে নিবন্ধিত গ্রাহকগণ।এতে সরকারি নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি মূল্যে ৫ কেজি চাউল, ২৪ টাকা কেজিতে ৫ কেজি আটা উত্তোলন করার সুযোগ পাচ্ছেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান বৃহস্পতিবার সকালে পৌর শহরের নতুন বাজারে এ পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, যদি কেউ নির্ধারিত মূল্যের বেশি দাম নেয় তাহলে আমাকে অবগত করাবেন আমি তৎক্ষণিক ব্যবস্থা নেব।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা,সেনা সদস্যগন ও পন্য ঠিকাদারি ডিলার মোহাম্মদ অপু।