শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

গনহত্যার জন্য আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে: কর্নেল (অব:) অলি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) সভাপতি কর্নেল(অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন. এদেশে আর কোন রাষ্ট্রের তাবেদারী চলবেনা। দেশ চলবে জনগনের কথাই। বাংলাদেশে স্বাধীনতার সময় পাকিস্তানী সেনারা যখন এই দেশ থেকে ক্রান্ত এবং পলায়নের সুযোগ খুঁজছে। যখন দেশ বিজয়ের দ্বারপ্রান্তে। তখন ভারত বর্ষের সেনাদের আগমন। তখন ভারতের সেনারা এসে যুদ্ধ জয়লাভ করেছে, যে কথা বলে আসছে।

দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের কথা ও আওয়ামীলীগের কথা শূনতে হচ্ছে। এবার কিন্তু কারো বাপের কথা শুনতে হবেনা। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে এদেশের ছাত্র-জনতা ও অপামর জনতা। যেটা পৃথিবীর কোন দেশে সম্ভব হয়নি বা হবেনা। এটি পৃথিবীর মধ্যে একটি নজিরবিহীন। শনিবার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের বন্যার্তদের ত্রান কার্যক্রমের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১৭ বছর ধরে এদেশের মানুষ তাদের প্রচন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান তিনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালোও তার দোসর ও দালালরা এখনও রয়েছে। তাদের চিহিৃত করতে হবে। পাশাপাশি সে সময়ে প্রত্যেক আমলা ও মন্ত্রী  এবং এমপিরা যে পরিমান দূনীর্তি করে সম্পদের পাহাড় বানিয়েছেন।  দূনীর্তি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করে করতে হবে।

প্রত্যেক ঘটনার জন্য জড়িতদের বিচার হবে,হবেই। পরে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন করেন এলডিপির চেয়ারম্যান। এসময় বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারী ড. রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূইয়া, সেক্রেটারী ফারুক হোসাইন নুর নবী প্রমুখ। এরপর সদর উপজেলার মান্দারী বাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবারের সাথে মতবিনিময় সভা করেন করেন এলডিপি সভাপতি কর্নেল(অব:) অলি আহমদসহ জামায়াতের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102