নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চর লরেন্স ইউনিয়ন ৯নং ওয়ার্ডে গালের মুখে জাল মারতে গিয়ে হৃদয় (১৪)নামে এক কিশোর মৃত্যু হয়। মৃত কিশোর ঐ এলাকার নুরুল আলেমর এক মাত্র ছেলে।
জনানা যায় সোমবার দুপুর ১ টার সময় মেঘনা নদীতে জাল মারতে গিয়ে স্রোতের টানে জালসহ পানিতে পড়ে ডুবে যায়। সাথে থাকা তার বন্ধুরা প্রায় অনেক ষ
খোঁজা খোঁজির পর ১০-১৫ মিনিট পরে তাকে খুজে পায়।
পরে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কর্তবরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।