লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বৃসপতিবার সকালে শহরের স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের জহির হোসেন মীর ও আবদুল বারেক মির গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে কয়েকটি মামলাও চলমান। গত ৫আগষ্ট শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে সারাদেশে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঐদিন সোনাপুর এলাকার জসিম উদ্দিন গংদের দোকানে আগুন দেয় দুবৃত্তেরাা। তার পাশেই দুর্ঘটনায় নিহত হয় মনির হোসেন নামের একজন বৃদ্ধ। আর এ সুযোগকে কাজে লাগিয়ে জহির ও আবদুল বারেক অপপ্রার ছড়াচ্ছে। জসিমদের গায়েল করতে তারা এটি হত্যা হিসাবে প্রচার করছে। সংবাদ সম্মেলনে মিথ্যা ও গুজব ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সংবাদ সমে¥লনে উপস্থিত ছিলেন জসিম উদ্দিনের বোন নাসরিন আক্তার, নার্গিস আক্তার ও ভাবী রুবিনা আক্তার।