Dhaka , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থাকবে বিএনপি: এ্যানি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০২৪
  • ৬১ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত হয়ে ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে থাকবে বিএনপি।

তিনি বলেন, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর সামনে কথা বলছেন।

তিনি বলেছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার হবে। এজন্য এ সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফনান পাটোয়ারী ও সাব্বির আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

এ্যানি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানী ব্যক্তি। এ সরকারকে সব কাজে সহায়তা করা আমাদের অন্যতম কাজ।

এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে। এতে সারা দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর শহরে আফনান ও সাব্বিরসহ চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এতে বিএনপি নেতা এ্যানি নেতা-কর্মীদের নিয়ে শহরের দক্ষিণ বাঞ্চানগর এলাকায় আফনান ও আবিরনগর এলাকায় সাব্বিরের কবর জিয়ারত করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থাকবে বিএনপি: এ্যানি

Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০২৪

বিএম সাগর লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত হয়ে ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে থাকবে বিএনপি।

তিনি বলেন, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর সামনে কথা বলছেন।

তিনি বলেছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার হবে। এজন্য এ সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফনান পাটোয়ারী ও সাব্বির আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

এ্যানি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানী ব্যক্তি। এ সরকারকে সব কাজে সহায়তা করা আমাদের অন্যতম কাজ।

এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে। এতে সারা দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর শহরে আফনান ও সাব্বিরসহ চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এতে বিএনপি নেতা এ্যানি নেতা-কর্মীদের নিয়ে শহরের দক্ষিণ বাঞ্চানগর এলাকায় আফনান ও আবিরনগর এলাকায় সাব্বিরের কবর জিয়ারত করেন।