নিজস্ব প্রতিনিধি:দেশব্যাপী চলমান সহিংসতা প্রতিরোধে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সোমবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপুর-৩ অসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ আবদুল্যা আল মামুন, এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াসহ লক্ষ্মীপুর জেলা উপজেলা এবং ইউনিয়ন এর সকল জনপ্রতিনিধি বৃন্দ
সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করছেন। অথচ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এসব অপশক্তি রুখতে হবে। বাংলাদেশের সকল অর্জনকে বিসর্জন দেয়া যেতে হবেনা। জঙ্গি সন্ত্রাস জঙ্গীদের হাতে দেশকে তুলে দেয়া হবেনা।