নিজস্ব প্রতিনিধি: আসছে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আযহা। এই দিনে কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্য অপসরণ করার নির্দেশ দিলেন লক্ষ্মীপুর পৌসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। ১১ জুন মঙ্গলবার সকাল ১১ টার সময় পৌর মেয়েরের জনতার ঘরে পৌর পরিচ্ছন্ন কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি, এসময় মেয়র মাসুম ভুঁইয়া পৌর পরিস্কার পরিচ্ছন্ন কর্মিদের মাঝে সুরক্ষা পোষাক বিতরণ করেন । মেয়র মাসুম ভুঁইয়া বলেন পবিত্র ঈদুল আযহার দিন পৌরসভার যে সকল নির্দিষ্ট স্থানে কোরবানির পুশু জবায় করা হবে সে সকল স্থান থেকে কোরবানি করা সকল পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছেন তিনি। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর সচিব আলা উদ্দিন, কাউন্সেলর তাহের বিন সুমন পাটোয়ারী,সংরক্ষিত মিহলা কাউন্সেলর তাছলিমা আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।