কমলনগর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিল উপজেলা প্রশাসন।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার স্পন্দন কক্ষে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় এ অনুষ্ঠান হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব ও ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার সুমি কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইসমাইল হোসেন,কৃষি কর্মকর্তা মোঃ শাহিন রানা। মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোরশেদ আলম,
মৎস্য কর্মকর্তা তুর্য শাহা, সমবায় কর্মকর্তা মোঃ হানিফ উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল আনোয়ার প্রমুখ।
আরো ইউপি চেয়ারম্যান মাস্টার ছায়েফ উল্লাহ, মাস্টার আবুল খায়ের,ইউছুফ আলী মিয়া ভাই ,মির্জা আশ্রাফুজ্জামান রাসেল, প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ প্রমুখ।
এছাড়াও, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।