নিজস্ব প্রতিনিধি:: সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাষ্ট্রিক দূষণ, প্লাষ্টিক দূষনের সমাধানে সামিল হই সকলে এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ৫ জুন (সোমবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা, ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নেগার, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।