কমলনগর-প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাদাবন সংঘের উদ্যোগে নারী ও পুরুষ জেলে নিবন্ধন পরিচয় পত্র ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্পন্দন কক্ষে এসভার আযোজন করা হয়। বাদাবন সংঘের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারিহা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্যসাহা, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহীন রানা, উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আবদুল মজিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো: হানিফ, লক্ষ্মীপুর সিডব্লিউডিএ নির্বাহী পরিচালক পারভিন হালিম, সাংবাদিক মুছাকালিমুল্লাহ ও মোখলেছুর রহমান ধনু প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান আজমি ও একাউন্ট অফিসার নাজরানা শবনম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।