কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ঘূর্ণিঝড়ের রেমালের প্রস্তুতি নিয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্হপনা কমিটি। রোববার উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের নেতৃত্ব মানুষকে অধিকতর সতর্কতার জন্য মাইকিং চলছে। এর আগে শনিবার উপজেলার স্পন্দনকক্ষে রেমালের পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলার নদীঘেঁষা চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন, পাটারীরহাট, চরলরেন্স ও চরমাটিন ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।
চরকালকিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোঃ ছায়েফ উল্লাহ বলেন, আমাদের এলাকার মানুষের জানমাল রক্ষার্থে জনস্বার্থে পুরো ইউনিয়নে মাইকিং প্রচার করে আসছি। যাতে মানুষ ঘূর্ণিঝড়ের বিষয়টি অবগত হন। চরফলকন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মো: মোশাররফ হোসেন বাঘা বলেন, আমাদের ইউনিয়নে বিভিন্ন জেগে উঠা চরের মানুষের সুবিধার্থে
নানা প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের মাইকিং কার্যক্রম মনিটরিংকরছেন উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে সিপিপি’র বিভিন্ন টিম বিভিন্ন ইউনিয়নে কাজ করছেন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব পরিতোষ কুমার বিশ্বাস। তিনি আরও বলেন, আমরা সরকারের নিয়মানুযায়ী দুর্যোগ পূর্ব প্রস্তুতি সভা শেষে জনপ্রতিনিধি ও সিপিপি সদস্যদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছি। পাশাপাশি আমাদের সদস্যরাও এ কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গুলোর জন্য প্রায় ২শতাধি শুকনো খাবার ( চিড়া, মুড়ি, চিনি,বিস্কুট ও মোমবাতি,) প্যাকেটের মজুদ রেখেছি।