নিজস্ব প্রতিনিধি: গত ২০শে মে ২০২৪-ইং লক্ষ্মীপুর জেলার প্রথম প্রতিবন্ধী বিদ্যালয় “লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল” এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শায়লা সারমিন জুমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান জনাব এ কে এম সালাউদ্দিন টিপু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা ০৬ নং বাংগাখাঁ ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সদস্য সচিব জনাব মিজানুর রহমান, ১৫ নং লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আশরাফুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জহির উদ্দিন, লক্ষ্মীপুর মিড্যালাইন ব্যাংকের ম্যানেজার মুশফিকুর রহমান, লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের কার্যনির্বাহী কমিটির সদস্য রাশেদা মারজান।
স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক নাসরিন আক্তার সহকারী শিক্ষক নাজনীন আক্তার, ইকবাল হোসেন রনি, রোজিনা আক্তার, কুলসুম আক্তার, তাসলিমা আক্তার, সাবরিনা মারিয়া মিমি, প্রমুখ।
এই সময় দশটি ক্যাটাগরিতে প্রতিবন্ধীদের মাঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার শেষে অতিথিরা বলেন – “এই স্কুলটি লক্ষ্মীপুর জেলায় একমাত্র প্রতিবন্ধীদের আশ্রয়স্থল। এই প্রতিষ্ঠানটিকে লক্ষ্মীপুরের সকলে এগিয়ে নেওয়া উচিত। আমরা মনে করি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা আলোকিত হবে এবং এই আলোকিত সারা বাংলাদেশের ছড়িয়ে যাবে।”