নিজস্ব প্রতিনিধি: অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব লক্ষ্মীপুরের ৭ম পালাবদল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের ওয়েলকাম রেষ্টুরেন্টে পালাবদল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন এপেক্সিয়ান মোঃ বেলাল হোসেন এবং সেক্রেটারী ও ডিএন এডিটর এপেক্সিয়ান এম তৌহিদুর রহমান রেজা।
পরে এপেক্স ক্লাব অব লক্ষ্মীপুরের ২০২৪ সেশানের বোর্ড মেম্বারদের শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোঃ এনামুল হক মিলন, সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, জেলা-৮ এর গভর্নর এপেক্সিয়ান জসিম উদ্দিন, জাতীয় সেক্রেটারী এপেক্সিয়ান হাবিবুর রহমান, জেলা-৮ এর সাবেক গভর্নর মোনাব্বর হোসেন সেলিম, এপেক্সিয়ান অধ্যাপক মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব লক্ষ্মীপুরের অতীত সভাপতি এপেক্সিয়ান মাসুদুর রহমান খান ভুট্টু।
উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব লক্ষ্মীপুরের অতীত সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ কামাল উদ্দিন, এপেক্সিয়ান ডাঃ মোঃ ইউসুফ মিলন, এপেক্সিয়ান মাহতাব উদ্দিন আরজু, এপেক্সিয়ান কামালুর রহিম সমর
সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ।