নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৫ জনকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার ভিডিও ধারণ করতে গেলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের গাড়ী ভাংচুর করা হয়।
মঙ্গলবার (২১ মে) দুপুরে রামগঞ্জের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তবে, আটকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে ভোটারদের প্রভাবিত করছিল আনারস প্রতিকের সমর্থকরা। এমন ভিডিও ধারণ করতে গেলে গ্লোবাল টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধির গাড়ি ভাংচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় ৫ জনকে আটক করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতরা কেন্দ্রের বাহিরে ভোটারদের প্রভাবিতসহ ভয়-ভীতি দেখাচ্ছে। তবে সাংবাদিকদের গাড়ী ভাংচুরের বিষয়টি অবগত নন বলে তিনি জানান।