বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী সব্জি বাজার পাওনা টাকার নামে মিথ্যা মামলাদিয়ে হয়রানির অভিযোগ কিরনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আলিফ মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন রায়পুর বর্ণমালা একাডেমী’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু। অবৈধ খরছি জাল দখল মুক্ত করতে অভিযান মৎস্য কর্মকর্তার সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নির্বাচন : এ্যানি চৌধুরী সংস্কার করে দ্রুত নির্বাচন দিন, কালক্ষেপন জনগণ মেনে নেবে না :জামায়াত নেতা তাহের কমলনগরে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা ও ফ্রি স্বাস্থ্যসেবা

বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিবে আনোয়ার খান মডার্ণ ডায়াগনোস্টিক সেন্টার: আনোয়ার খান এমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। জনগণ যদি তৃণমূলে ভালো স্বাস্থ্যসেবা পান তাহলে তারা আর ঢাকামুখী হবেন না। রামগঞ্জের আনোয়ার খান মডার্ণ ডায়াগনোস্টিক সেন্টার থেকে বিশ্বমানের সেবা দেওয়া হবে। এখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করা হলে ঢাকায় গিয়ে আর পরিক্ষা করতে হবে না। এই ডায়াগনোস্টিক সেন্টারের মাধ্যমে ঢাকা আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে সহজে চিকিৎসা সেবা নেওয়া যাবে।

শুক্রবার (১৭ মে) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে আনোয়ার খান টাওয়ারে আনোয়ার খান মডার্ণ ডায়াগনোষ্টিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনোয়ার খান এমপি বলেন, প্রতিটি ক্ষেত্রে মানুষ যেন প্রকৃত সেবা পায়, সন্তুষ্ট হয়, শিক্ষা ও চিকিৎসার মান বজায় থাকে এসব নিশ্চিত করা হবে। আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজে অসংখ্য শিক্ষার্থীকে বিনা পয়সায় ডাক্তারী পড়া-লেখার সুযোগ করে দেয়া হয়েছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য।
তিনি বলেন, আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর পরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেছেন। নির্বাচনের মাধ্যমে তিনি টানা তিনবার সরকার গঠন করে বাংলাদেশকে রোলমডেল করেছেন। সব ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।

আনোয়ার খান মডার্ণ ডায়াগনোস্টিক সেন্টারের চিকিৎসা সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, ভিডিও এন্ডোস্কপি, ওপিজি, ইটিটি, কালার ডপলার, ইকো-কার্ডিওগ্রাম, ভিডিও কোলনোস্কোপি, ভিডিও ব্রস্কোস্কোপি, আল্ট্রাসনোগ্রামসহ সকল ধরনের প্যাথলজি পরিক্ষা, কনসালটেশন সেবা দেওয়া হবে এ সেন্টারে।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন আনোয়ার খান মডার্ণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হাসেম ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসিমুল ইসলাম। তারা দুইজনেই প্রত্যান্ত গ্রামাঞ্চলে যুগান্তকারী চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আনোয়ার খান এমপির ভূয়শী প্রশংসা করেন।
বক্তব্য রাখেন- বিশিষ্ট কলামিস্ট, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার। তিনি বলেন, রামগঞ্জ থেকে এমপি আনোয়ার খান নিতে আসেননি, রামগঞ্জবাসীকে দিতে এসেছেন। রামগঞ্জের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করতে এসেছেন। এই এলাকার উন্নয়নে কাজ করার জন্য সবাই আনোয়ার খানকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত প্যাথলজি সহ আধুনিক চিকিৎসার সকল অনুষঙ্গ নিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে আনোয়ার খান মডার্ণ ডায়াগনোষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং রামগঞ্জসহ লক্ষ্মীপুরবাসী যাতে সহজেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে সে লক্ষ্যে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমন উদ্যোগ গ্রহণ করেন বলে জানা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102