শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটা আন্দোলন সহিংসতায় নিহতদের জন্য বিশষ দোয়ার আয়োজন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র   লক্ষ্মীপুরে শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে যুবলীগ নেতার খাবার বিতরণ করেন লক্ষ্মীপুরে শ্রমজীবী কর্মহীন ও পথচারিদের মাঝে খাবার বিতরণ করেন পৌর মেয়র দেশব্যাপী জামায়াত,বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ কোটা ব্যবস্থা সংস্কার লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করলেন পারুল এমপি বিনামূল্যে ৮ শতাধিক রোগীর চিকিৎসা সেবা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে-আবু হেনা মোরশেদ

লক্ষ্মীপুরে দস্যুরা লুটে নিচ্ছে ফসল দিশেহারা চাষীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

ইমরান হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের বিছিন্ন দ্বীপ চর মেঘায় জলদস্যু ও ভূমিদস্যুদের নির্মম নির্যাতনের শিকার হয়ে ঘর বাড়ী ছাড়া হয়েছেন শত শত চাষী পরিবার।
একনলা, দুনালা বন্দুক, দা-চেনি সহ দেশীয় অস্র নিয়ে চলছে সন্ত্রাসীদের নিয়মিত মহড়া।
সেখানে দস্যুরা গড়ে তুলেছে তাদের স্বর্গরাজ্য । সব সময় চাষীদের ফলানো ফসল লুট করে নিয়ে যায় দস্যুরা। ভোলার রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁ সহ বেশ কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে এবং লক্ষ্মীপুরের শাহজালাল রাহু, রশিদ মোল্লা সহ বেশ কয়েকজনের নেতৃত্বে এমন ঘটনা ঘটছে সেখানে। এসব চাষীদের মারধর, হাত পা কেটে দেয়াসহ হত্যার ঘটনার সাথে জড়িত তারা। একটা বিশাল বাহিনী দিয়ে তান্ডব চালায় রাসেল খাঁ নামের এক দস্যু। যার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলাও রয়েছে।

জানাযায়, তারা তাবু টাঙ্গিয়ে অবস্থান করে সেখানে। গত কয়েক দিনে অব্যাহত তাদের তান্ডবে শতশত আহত ও বাড়ি ছাড়া হয় অন্তত দেড় শতাধিক পরিবার। জীবনের নিরাপত্তা নাই তাদের। এ অবস্থায় আতঙ্কে রয়েছে চর মেঘার সাধারণ মানুষ। চররমনী মোহন এলাকার কামরুল সরকার, হারুন মোল্লা, ইলিয়াস মীর সহ অনেকে তাদের মদদ দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগ রয়েছে চর মেঘায় প্রায় ৫ শতাধিক একর জমিতে দেড়শতাধিক চাষী বিভিন্ন ফসল আবাদ করে। আবাদকৃত ফসল তোলার সময় সন্ত্রাসী ও দস্যুরা দুই থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে হামলা মারধর সহ নির্মম নির্যাতনের শিকার হয়। লুট করে নিয়ে যায় খেতের সয়াবিন, বাদাম, ডাল, তরমুজ, ধান সহ বিভিন্ন ফসল। বাঁধা দিলে দা চেনি দিয়ে কুপিয়ে মারত্বক জখম করে দেয়। এতে অনেক পঙ্গুত্ববরণ করে। বেশ কয়েকটি হত্যার ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত রবিবার রাত থেকে সশস্ত্র মহাড়া দিচ্ছে দস্যুরা। সোমবার দিনের বেলায় ফলনকৃত ফসল তুলে আনতে গেলে গুলি করে ধাওয়া করে দেয় তারা। এর গত দু বছর আগেও দুই চাষী সহোদরকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং তাদেরই একজনের শিশু সন্তানকে জবাই করে হত্যা করে। এছাড়া ওই চরে দস্যুদের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সিরাজ সর্দার বলেন, বিগত দুই বছর যাবত তারা আমাদের ফসল উঠাতে দেয়না। ভোলার রাসেল খাঁ ও হালিম খাঁর নেতৃত্বে সন্ত্রাসীরা চার পাঁচ লাখ টাকা চাঁদা চায়। না দিলে চাষীদের সব ফসল তুলে লুট করে নিয়ে যায়। লক্ষ্মীপুরের রশিদ মোল্লা শাহজালাল রাহু তাদের মদদে আমাদের সকল ফসল লুট করে। বাধা দিলে মারধর করে, হাত পা কেটে দেয়। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের কোন ফসল আনতে দেয়না তারা। সর্বশেষ গত তিনদিন আগেও ফসল আনতে গিয়ে গুলির মুখে পড়েছি। তারা গুলি করে আমাদের নদীতে ফেলে দিয়েছে। আমরা এসব বিষয় পুলিশ সুপারকে জানিয়েছি।
খোকন খাঁ বলেন, জমির ফসল তুলতে চাইলে তারা চাঁদা চায়, না দিলে হাত ভেঙ্গে দেয়। একটা শিশু বাচ্চাকে জবাই করে হত্যা করে। তারা চুরি, ডাকাতি, লুট করে। তারা জেলেদেরকেও ছাড়েনা। বর্তমানে চরে বসবাস তাদের জন্য সম্পূর্ণ ঝুঁকি বলে জানান তারা।
চররমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছৈয়াল ইউছুফ বলেন, তারা সন্ত্রাসী এর আগেও রাকিব এবং শেখ ফরিদ সহ দুইজনকে হত্যা করা হয়েছে। অনেকের হাত পা কেটে দিয়েছে। এখন সয়াবিন তোলার সময়। চাষীরা সয়াবিন তুলতে গেলে রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁর নেতৃত্বে ২০/২৫ জনের বাহিনী আছে তারা ফসল লুট করে নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের প্রতি আবেদন। প্রশাসন যেন দ্রুত আমাদের এসব চাষীদের রক্ষা করে। তারা মানবেতর জীবনযাপন করছে।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, এ বিষয়ে আমাদের নিকট একটা অভিযোগ এসেছে। আমরা একটা অভিযান করবো। এবং যারা অভিযুক্ত এবং এমন কার্যক্রমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102