কোন প্রার্থীর সমর্থন কেমন, কে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে, কার জনপ্রিয়তা কেমন সব নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ।
কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত কলম), সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ (মোটর সাইকেল), উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরণ (আনারস),
বাবুল মিয়া (কাপ পিরিচ) আব্দুর রহমান দিদার (হেলিকপ্টার), সাবেক ভাইস চেয়ারম্যান নুরনবী চৌধুরী (ঘোড়া),
ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় ওলামালীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ইসরাফিল (মাইক), আলাউদ্দিন সবুজ (তালা), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (টিউবওয়েল) ও সালাহ উদ্দিন রাজু (চশমা),
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি (ফুটবল), উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আক্তার সুমি (কলস) ও শাহেদা আক্তার (সেলাই মেশিন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
কমলনগর উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৭৭ জন । ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে আগামী ৮ মে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।