বিএম সাগর ১ মে বুধবার বেলা ১১ টা সময় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পি,পি,এমবার, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াসহ লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব বেল্লাল হোসেন কারিসহ সকল নেত্বেবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন। বুধবার (১ মে) সকালে লক্ষ্মীপুর বাস টার্মিনাল,ও আলিয়া মাদ্রাসার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে শ্রমিক নেতারা তাদের বক্তব্যে রাখেন সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন সভাপতি কবির হোসেন ,কার্যকারী সভাপতি আব্দুল মতিন ,সহ-সভাপতিমোরশেদ আনোয়ার হোসেন,মোরশেদ আলম,কামাল হোসেন, লক্ষ্মীপুর জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন সাধারন সম্পাদক মহিন উদ্দিন, শ্রমিকদের ঘামের টাকায় রাষ্ট্রের চাকা ঘুরছে কিন্তু শ্রমিকরা সব জায়গায় অবহেলিত, একজন শ্রমিকের মৌলিক অধিকার বঞ্চিত এ বিষয়ে রাষ্ট্রও কোনো পদক্ষেপ নেয় না। শ্রমিক দিবস আসলে আমরা সকলেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের যথাযথ অধিকার দেওয়া হয় না।