লক্ষ্মীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা সজিবের খুনিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ।
শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠীত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদুর রহমান মাসুদ,নিহত ছাত্রলীগ নেতা এম সজিবের মা বুলি বেগম,চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ছাবির আহাম্মদ,এ সময় নিহত সজিবের দুই বোন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগ সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, শ্রমিকলীগ সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিবের খুনি কুখ্যাত ডাকাত ও বাবলু বাহিনীর প্রধান কাজী মামুনুর রশিদ বাবলু সহ হত্যাকান্ডে জড়িত ও মামলার সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান। নিহত সজিবের মা ও হত্যা মামলার বাদী বুলি বেগম জানান, আসামীরা তাদেরকে নানা ভাবে হুমকী ধমকী দিয়ে যাচ্ছে। মামলার প্রধান আসামী বাবলু বাহিনীর প্রধান কাজী বাবলু ও তার সহযোগীদেরকে যে কোন মুল্যে গ্রেপ্তার করার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। উল্লেখ্য গত ১২ এপ্রিল দিবাগত রাতে একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে বাবলু বাহিনীর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পাঁচপাড়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র ও কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা এম সজিব সহ ৬ জন ছাত্রলীগ নেতা কর্মী আহত হয়। গুলিবিদ্ধ এম সজিব ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল দিবাগত রাতে মারাযায়।
এ ব্যাপারে নিহত এম.সজিবের মা বুলি বেগম থানা সেচ্ছাসেবক লীগ আহবায়ক ও বাবলু বাহিনীর প্রধান কাজী বাবলু সহ ৩১ জনের বিরুদ্ধ চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ২ নং আসামী থানা সেচ্ছাসেবক লীগ সদস্য সচিব তাজু ভূঁইয়া সহ ৫ জন গ্রেপ্তার হলেও প্রধান আসামী সহ অন্যরা এখনো পলাতক রয়েছে।