নিজস্ব প্রতিনিধিঃ তিব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে পড়েছে ঠিক সে সময় লক্ষ্মীপুর জেলায় আল্লাহর রহমত বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় সর্বস্তরের জন সাধরন।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা শহরেন আর্দশ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ইস্তেস্কার নামাজ আয়োজন করা হয়।
মুসল্লিরা জানায়, তাপের প্রকোপ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সালাতুল ইস্তিস্কার নামাজ শেষে কান্নারত অবস্থায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি জন্য মোনাজাত করেন মুসল্লিরা। উক্ত ইস্তিস্কার নামাজের ইমামতি করেন মাওলানা নাসির উদ্দিন। এ সময় বশিকপুর, উত্তর হামছাদী, টুম চর ইউনিয়নসহ জেলার ৪০টি স্থানে এই ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসল্লিরা।