শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বাফুফের নব নির্বাচিত সহ-সভাপতি হ্যাপি চৌধুরীকে সংবর্ধনা লক্ষ্মীপুরে ৪০ কোরআনে হাফেজকে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৪ লক্ষ্মীপুরে যুব দিবস উদযাপন কমলনগরে আড়াই হাজার লিটার শেওলাযুক্ত পানি জব্দ লক্ষ্মীপুর পৌরসভার অধিগ্রহণকৃত সম্পত্তি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত-৪ লক্ষ্মীপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি লক্ষ্মীপুরে শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। কমলনগরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিকদল গুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে..মামুনুল হক

৪ ছাত্রলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধের ঘটনায় লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের ৪ নেতা-কর্মীর উপর হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম ভূঁইয়াসহ এজাহার নামীয় ১১জন ও অজ্ঞাত আরো ১৮/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ দিকে এজাহারনামীয় ২নং আসামি আমানীলক্ষ্মীপুর গ্রামের বাকা মিয়ার ছেলে তাজুল ইসলাম ভূঁইয়া, পাঁচপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে রেজাউল করিম প্রকাশ বাবুসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল শুক্রবার দিবাগত ১টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা এম. সজীব, সাইফুল পাটোয়ারী, সাইফুল ইসলাম জয়, মোঃ রাফি, তারেক হোসেন ও রাসেদসহ ৬জন দুটি মোটরসাইকেলযোগে স্থানীয় একটি মাহফিল শেষে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদকে চন্দ্রগঞ্জ বাজারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। এসময় এম. সজীবসহ অন্যান্যরা পাঁচপাড়া গ্রামের মুরাদ বাবুলের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা এম. সজীবকে লক্ষ্য করে গুলি চালায় এবং কুপিয়ে আহত করে। একই সময় অন্যান্যরা সজীবকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও কুপিয়ে ও গুলি করে আহত করা হয়। পরে সজীবের স্বজনরা ও এলাকাবাসী সজীবসহ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে এম. সজীব, সাইফুল পাটোয়ারী ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

এ দিকে ঘটনার ৩ দিন পর ভিকটিম এম. সজীবের মাতা বুলি বেগম বাদী হয়ে ১১জন এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ১৮/২০সহ মোট ৩১ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন, (মামলা নং-১৩, তারিখ-১৫-০৪-২৪ইং)।
অপরদিকে জানা গেছে, মারাত্মক আহত এম. সজীবের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহিদ হোসাইন জানিয়েছেন, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৪জনকে গুলি করে ও কুপিয়ে আহত করার ঘটনায় ১১জন এজাহারনামীয়সহ মোট ৩১জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পুলিশ ২নং আসামি তাজুল ইসলাম ভূঁইয়াসহ ৩জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তদন্তকারী এই কর্মকর্তা।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এম. সজীবসহ তাদের উপর হামলা চালানো হয়েছিল। গ্রেপ্তারকৃতদের জবাববন্দি এবং পুলিশের প্রাথমিক তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন- চাঞ্চল্যকর এই ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
কপিরাইট © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102