লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের বকুল হত্যা মামলার পলাতক আসামী জাফর আহম্মদ পলাশকে আটক করেছে র্যাব।
গতকাল ২৬ মার্চ রাতে অভিযান চালিয়ে পলাশ কে তার বসত ঘর থেকে তাকে আটক করে র্যাব-১১। সে বকুল হত্যা মামলার ৬নং আসামী এবং সদর উপজেলার দালাল ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আলী রাজা পাটোয়ারী বাড়ির আব্দুল মতিন পাটোয়ারীর এর ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিলো।
অন্যদিকে নিহত বকুল পাটোয়ারী একই বাড়ির মৃত- অজি উল্ল্যা পাটোয়ারীর ছেলে। আটকের পর জাফর আহম্মদ পলাশকে র্যাব লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৬ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলা দালাল বাজার ইউনিয়নের আলী রাজা ওয়াকফ এস্টেট এর নারিকেল, সুপারি লুটের সময় ওয়াকফ এস্টেট কমিটির সদস্য বকুল পাটোয়ারী বাধা দিলে তাকে পিটিয়ে ঘটন্থলে হত্যা করে আব্দুরব রব, জাফর আহম্মদ পলাশ,আশ্রাফুর রহমান বাবুল,জিহাদ আব্দুল্লাহ,হামিদ সহ তাদের সহযোগীরা।
একই দিন নিহত বকুল এর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলার ৪ আসামী গ্রেফতার করে আদালতে পাঠায়। ৩ মাস পর তাদের জামিন দেয় আদালত বর্তমানে তারা জামিনে আছে। মামলার অপর আসামী আব্দুর রব এখনো পলাতক রয়েছে।