নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে পশু চিকিৎসকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসায় থাকা ৫ জনের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ন ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ডাকাত দল। রবিবার গভীর রাতে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় আলী ডাক্তারের জাহাঙ্গিরের বাসায় এ ঘটনা ঘটে। মুখোশ পরিহিত ডাকাত দল বাসা বাড়ীল দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে। এসময় বেশ কয়েকটি আলমারী ও সুকেইচ ভেঙ্গে নগরদ তিন লাখ টাকা ও ২০ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায় তারা।
ভুক্তভোগী জাহাঙ্গির ও তার পরিবারের সদস্যরা জানায় প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল সবাই। গভীর রাতে আনুমানিক আড়াই টার দিকে দরজার তালা ভেঙ্গে ঘরে ডুকে, এবং সবাইকে বেধে ফেলে তারা। একপর্যায়ে চিৎকার করলে হত্যা হুমকি দিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এবং জিমি বিক্রির ৩ লাখ টাাক নিয়ে যায়।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পশু চিকিৎসক জাহাঙ্গীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন সদর মডেল থানা অফিসার ইনচার্জ সাইফুদ্দিন। এই দিকে ডাকাতির খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।