নিজস্ব প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে জেলা কালেক্ট্ররেট ভবণ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উদযাপন করেন অতিথিরা,এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ (পিপিএম), পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া. সদর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি গোলাম ফারুক পিংকু এমপি, সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ ছাইফুল হাসান পলাশ, শ্রমীকলীগের সভাপতি ইউছুফ পাটওয়ারী, সদস সচিব বেল্লাল হোসেন কারিসহ সহযোগী সংগঠনের নেতা নেতা কর্মীরা । বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। তবে বঙ্গবন্ধু রয়েছেন দেশের প্রতিটি মানুষের হৃদয় জুড়ে।