নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেক্ট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোট দিচ্ছেন ।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও রয়েছেন।
উপনির্বাচনে কাউন্সিলর পদে ৩ জন পার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রয়াত কাউন্সিলর আবুল খায়ের স্বপনের মৃত্যুতে ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য হয়েছিল।