নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলে পানি দেওয়া কেন্দ্র করে বর-কনে পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে চেয়ার টেবিল এবং ডেকোরেশনের প্যান্ডেল।
শুক্রবার ১৬ ফেব্রুয়ারি বেলা ৩ টার দিকে সদর উপজেলার চররুহিতা গ্রামের সরকার বাড়িতে এ সংঘষের্র ঘটনা ঘটে।
যানা যায়, প্রায় ২ বছর আগে পারিবারিক ভাবে কামাল হোসেনের সাথে রুমা আক্তারের বিয়ে হয়।
বর কামাল প্রবাসে চলে যাওয়ায় তখন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়নি। কিছুদিন পূর্বে কামাল দেশে আসেন সেই সুবাদে আজ আনুষ্ঠানিকতার সাথে বর পক্ষ আসে কনে পক্ষের বাড়িতে। কিন্তু খাওয়ার টেবিলে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ আহত হয় উভয় পক্ষের ৬ জন। চেয়ার টেবিল ভাংচুর ও নষ্ট করা হয়ে খাবার।
বর কামাল হোসেন চররুহিতা গ্রামের পূর্ব হাওলাদার বাড়ির দীন মোহাম্মদ এর ছেলে অন্যদিকে কনে রুমা আক্তার একই এলাকার সরকার বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ। সামাজিক ভাবে বিষয়টি সমাধানের আশ্বাস স্থানীয় জন প্রতিনিধিন।