নিজস্ব প্রতিবেদক: জ্ঞানের দেবী সরস্বতীর পূজা উদযাপন করতে গিয়ে এসএসসি পরিক্ষার্থীদের যেন পড়ালেখার ক্ষতি না হয় পূজার আয়োজক কমিটিকে সেদিকে লক্ষ্য রাখা আহবান জানিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বুধবার ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পৌর শহরের
শাঁখড়ী পাড়া অনির্বান সংঘের আয়োজিত সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি এ আহবান জানান।
মেয়র বলেন, আগামীকাল এসএসসি পরীক্ষা পূজাতে রাতভর সবাই আনন্দ করবে তবে লক্ষ্য রাখতে হবে আনন্দ করতে গিয়ে পরিক্ষার্থীদের যেন ক্ষতি না হয়। প্রতিটি এলাকায় পরিক্ষার্থী রয়েছে তারা যেন পড়তে এবং ঘুমাতে পারে। বিদ্যার দেবীর পূজা করে পরিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে এটাই তো সকলের প্রত্যাশা। এসময় উচ্চ আওয়াজে সাউন্ড সিস্টেম চালানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।
এর আগে লক্ষ্মীপুর পৌর এলাকার সবগুলো পূজা মন্ডপ পরিদর্শন করেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। পৌর শহরের সবগুলো মন্ডপে শৃংখলতার সাথে পূজা উদযাপন হচ্ছে মন্তব্য করে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।