নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে ৯ মাসের চুরি হওয়া শিশু মালিহা ইসলাম ওহিকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। রাত দেড়টার দিকে কমলনগর থানার ৫০ গজ দূরে উপকূল সরকারী কলেজের সামনের রাস্তা থেকে থেকে শিশুকে উদ্ধার করা হয়। শিশুটি সুস্থ্য রয়েছে। পরে উদ্ধার হওয়ায় শিশুটিকে তার মা মরিয়ম বেগমের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর চারদিন আগে শিশুটিকে চুরি করে নিয়ে যায় এক নারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের উপকূল সরকারী কলেজের সামনে রাস্তার পাশে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে শিশু মালিহা ইসলাম ওহিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের এক পর্যায়ে জড়িতরা শিশুটিকে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায় বলে জানান পুলিশ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, চুরির চারদিন পর সুস্থ্য অবস্থায় রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এঘটনার সাথে জড়িত ওই নারীকে এখনো চিহিৃত করা যায়নি। তাকে চিহিৃত করে গ্রেফতারের অভিয়ান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার তোরাবগঞ্জের অগ্রনী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে দুপুরে এক নারী শিশু ওহিকে চুরি করে নিয়ে যায়। ওইদিন সকালে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সাবিহা ইসলাম মিহি ও ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে নিয়ে মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় ওই শিশুকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখে।
পরে অপরিচিত এক নারী ওই শিশুকে কোলে নিয়ে আদর করে। এক পর্যায়ে চুরি করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এতে দেখা যায় লাল স্কাপ ও কালো বোরকা পরিহিত এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে। তবে তাকে কেউ চিনতে পারনি। এঘটনায় রাতে কমলনগর থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে শিশুটিকে উদ্ধারের দাবীতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।