নিজস্ব প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুর পৌর ক্রীড়া সংঘের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
রবিবার ১১ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে শহরের তমিজ উদ্দিন ঈদগাহ মাঠে টুর্ণামেন্টের
উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ্মীপুর পৌর ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি বি এম সাগরের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সাংবাদিক কামালা হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন লোটাস, সদর পশ্চিম থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুব হক মাহবুব, বিশিষ্ট ব্যাবসায়ী উত্তম দেবনাথ, স্বপন দেবনাথ সহ আরো অনেকে। টুর্ণামেন্টে জেলার বিভিন্ন স্থানের ১৬ দল অংশগ্রহণ করেছে।