নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিত সফি বাতাইনা নামের এক ভমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।আজ শনিবার সকাল রামগতি উপজেলার মীরবাজার চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, সফি বাতাইনা প্রকাশ সফি ডাকাত নায়াখালী জেলার মেঘনা উপকুলীয় অঞ্চল হাতিয়া উপজেলার বাসিন্দা। অথচ ৪০-৫০ জন ভুমিদস্যু ও ডাকাত বাহিনীর নেতৃত্ব দিয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দুর্গম চরঅঞ্চলে প্রবেশ করে জমি দখল,খাল বিল দখল ও নারী নির্যাতন সহ এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী গরু চুরি, ছাগল চুরি সহ নানা ধরনর চুরি ডাকাতি করে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার এসব অপকর্মের কারণে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ আতংকে দিনাতিপাত করছেন। তার সকেন্ড ইন কমান্ডার হিসেবে রয়েছেন লতা হাসন,ইসমাইল, খাকোন,মোঃ কামাল, রুহুল আমিন,নুর উদ্দিন, বেলাল হাসন ,আবুল হাসিম,মুকবুল আহমদ ও ছালাউদ্দিন অন্যতম। এদর সবার নেতা হিসব রয়েছন সফি বাতাইনা। সফি বাতাইনা তার বাহিনী দিয়ে হরণী ইউনিয়নের বয়ারচেরের গাবতলী খালের মাথা থেকে রামগতি খালের মাথা পর্যন্ত জোরপূর্বক দখল করেনেয়। ঐ জমি নল দিয়া মাপে মােটা অংকর টাকার বিনিময়ে বিক্রি করে এবং বাধ তৈরী কর জলবদ্ধতা সষ্টি করে আসছে। এতে রামগতির বয়ারচরের কয়েক শ একর ফসলি জমি নষ্ট হয়ে যায়। তাছাড়া গরু চুরি,ডাকাতি, চাঁদাবাজি,নারী নির্যাতনসহ বিভিন অপকর্ম লিপ্ত রয়েছ বলে অভিযােগ করা হয় মানববন্ধনে। ভুক্তভােগী সাধারণ জনগণ ভমিদস্যু সফি বাতাইনার নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থনীয় সংসদ সদস্যসহ জেলা-উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনের নেতৃত্ব দেন রামগতি উপজলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন, মো: ফারুক, আবদুল বাছেত,মহিউদ্দিন, রৌশন আক্তার,তাছলিমা বেগম,আমনা বেগম,গিয়াস উদ্দিনসহ এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেয়।
এ ব্যাপার সফি বাতাইনার সাথে যােগাযাগের চেষ্টা করেও তাক পাওয়া যায়নি।
রামগতি থানার ওসি মােহাম্মদ মােসলেহ উদ্দিন জানান,বিষয়টি তিনি অবগত রয়েছন। চরাঞ্চলের মানুষর জান মাল রক্ষা ও তাদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধ পরিকর। উর্ধতন কর্তপক্ষের সাথে আলাচনা করে অচিরই এসব অপরাধীদের আইনের আওতায় আনা হব বলে তিনি হুশিয়ারী উচারণ করন
শিরোনাম :
এবার ফ্রি চক্ষু সেবা নিয়ে আসলো স্মার্ট একাডেমি রামগঞ্জে
পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থান নিয়ে’অন্তর্ভুক্ত করবে বিএনপি
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ২১ দিন পর স্কুল ছাত্রীর মৃত্যু
লক্ষ্মীপুরে উদ্বোধন হলো বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটাল
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি দোকান, কোটি টাকার ক্ষতি
লক্ষ্মীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঘর নির্মাণের সামগ্রী বিতরণ
রায়পুরে ব্যবসায়ী ফেডারেশনের মতবিনিময়
গ্রন্থাগার দিবসে পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন ইউ,এন,ও ইমরান খান
এদেশের মানুষের হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না: এ্যানি চৌধুরী
প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৭ বছর পর লক্ষ্মীপুরে প্রকাশ্যে শিবিরের র্যালি
রামগতিতে ভুমিদস্যুর সফির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদে মানববন্ধন
-
Reporter Name
- Update Time : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- ১৩৮ Time View
Tag :
আলোচিত