Dhaka , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন,  লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ লক্ষ্মীপুরে প্রাণঘাতী ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণে তরুণ উদ্যোক্তা সভাপতি জনি লক্ষ্মীপুর পৌরসভার অর্থ আত্মসাৎ প্রকৌশলীসহ ৩৯ কর্মকর্তাকে দুদকে তলব ঘুষ না দেয়ায় ঠিকাদারকে হেনস্ত করার অভিযোগ প্রকৌশলী নাজিমুল হকের বিরুদ্ধে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রনি, সম্পাদক নোবেল স্বামীর সাথে অভিমান করে মলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা  রায়পুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। লক্ষ্মীপুরে সন্তান কতৃক বাবা-ভাইকে হত্যার হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে গলা কেটে মেয়েকে হত্যা পুকুরে ফেলে দিল বাবা!

রামগতিতে ভুমিদস্যুর সফির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিত সফি বাতাইনা নামের এক ভমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।আজ শনিবার সকাল রামগতি উপজেলার মীরবাজার চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, সফি বাতাইনা প্রকাশ সফি ডাকাত নায়াখালী জেলার মেঘনা উপকুলীয় অঞ্চল হাতিয়া উপজেলার বাসিন্দা। অথচ ৪০-৫০ জন ভুমিদস্যু ও ডাকাত বাহিনীর নেতৃত্ব দিয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দুর্গম চরঅঞ্চলে প্রবেশ করে জমি দখল,খাল বিল দখল ও নারী নির্যাতন সহ এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী গরু চুরি, ছাগল চুরি সহ নানা ধরনর চুরি ডাকাতি করে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার এসব অপকর্মের কারণে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ আতংকে দিনাতিপাত করছেন। তার সকেন্ড ইন কমান্ডার হিসেবে রয়েছেন লতা হাসন,ইসমাইল, খাকোন,মোঃ কামাল, রুহুল আমিন,নুর উদ্দিন, বেলাল হাসন ,আবুল হাসিম,মুকবুল আহমদ ও ছালাউদ্দিন অন্যতম। এদর সবার নেতা হিসব রয়েছন সফি বাতাইনা। সফি বাতাইনা তার বাহিনী দিয়ে হরণী ইউনিয়নের বয়ারচেরের গাবতলী খালের মাথা থেকে রামগতি খালের মাথা পর্যন্ত  জোরপূর্বক দখল করেনেয়। ঐ জমি নল দিয়া মাপে মােটা অংকর টাকার বিনিময়ে বিক্রি করে এবং বাধ তৈরী কর জলবদ্ধতা সষ্টি করে আসছে। এতে রামগতির বয়ারচরের কয়েক শ একর ফসলি জমি নষ্ট হয়ে যায়। তাছাড়া গরু চুরি,ডাকাতি, চাঁদাবাজি,নারী নির্যাতনসহ বিভিন অপকর্ম লিপ্ত রয়েছ বলে অভিযােগ করা হয় মানববন্ধনে। ভুক্তভােগী সাধারণ জনগণ ভমিদস্যু সফি বাতাইনার নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থনীয় সংসদ সদস্যসহ জেলা-উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনের নেতৃত্ব দেন রামগতি উপজলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন, মো:  ফারুক, আবদুল বাছেত,মহিউদ্দিন, রৌশন আক্তার,তাছলিমা বেগম,আমনা বেগম,গিয়াস উদ্দিনসহ এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেয়।
এ ব্যাপার সফি বাতাইনার সাথে যােগাযাগের চেষ্টা করেও তাক পাওয়া যায়নি।
রামগতি থানার ওসি মােহাম্মদ মােসলেহ উদ্দিন জানান,বিষয়টি তিনি অবগত রয়েছন। চরাঞ্চলের মানুষর জান মাল রক্ষা ও তাদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধ পরিকর। উর্ধতন কর্তপক্ষের সাথে আলাচনা করে অচিরই এসব অপরাধীদের আইনের আওতায় আনা হব বলে তিনি হুশিয়ারী উচারণ করন

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন, 

রামগতিতে ভুমিদস্যুর সফির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিত সফি বাতাইনা নামের এক ভমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।আজ শনিবার সকাল রামগতি উপজেলার মীরবাজার চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, সফি বাতাইনা প্রকাশ সফি ডাকাত নায়াখালী জেলার মেঘনা উপকুলীয় অঞ্চল হাতিয়া উপজেলার বাসিন্দা। অথচ ৪০-৫০ জন ভুমিদস্যু ও ডাকাত বাহিনীর নেতৃত্ব দিয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দুর্গম চরঅঞ্চলে প্রবেশ করে জমি দখল,খাল বিল দখল ও নারী নির্যাতন সহ এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী গরু চুরি, ছাগল চুরি সহ নানা ধরনর চুরি ডাকাতি করে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার এসব অপকর্মের কারণে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ আতংকে দিনাতিপাত করছেন। তার সকেন্ড ইন কমান্ডার হিসেবে রয়েছেন লতা হাসন,ইসমাইল, খাকোন,মোঃ কামাল, রুহুল আমিন,নুর উদ্দিন, বেলাল হাসন ,আবুল হাসিম,মুকবুল আহমদ ও ছালাউদ্দিন অন্যতম। এদর সবার নেতা হিসব রয়েছন সফি বাতাইনা। সফি বাতাইনা তার বাহিনী দিয়ে হরণী ইউনিয়নের বয়ারচেরের গাবতলী খালের মাথা থেকে রামগতি খালের মাথা পর্যন্ত  জোরপূর্বক দখল করেনেয়। ঐ জমি নল দিয়া মাপে মােটা অংকর টাকার বিনিময়ে বিক্রি করে এবং বাধ তৈরী কর জলবদ্ধতা সষ্টি করে আসছে। এতে রামগতির বয়ারচরের কয়েক শ একর ফসলি জমি নষ্ট হয়ে যায়। তাছাড়া গরু চুরি,ডাকাতি, চাঁদাবাজি,নারী নির্যাতনসহ বিভিন অপকর্ম লিপ্ত রয়েছ বলে অভিযােগ করা হয় মানববন্ধনে। ভুক্তভােগী সাধারণ জনগণ ভমিদস্যু সফি বাতাইনার নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থনীয় সংসদ সদস্যসহ জেলা-উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনের নেতৃত্ব দেন রামগতি উপজলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিন, মো:  ফারুক, আবদুল বাছেত,মহিউদ্দিন, রৌশন আক্তার,তাছলিমা বেগম,আমনা বেগম,গিয়াস উদ্দিনসহ এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেয়।
এ ব্যাপার সফি বাতাইনার সাথে যােগাযাগের চেষ্টা করেও তাক পাওয়া যায়নি।
রামগতি থানার ওসি মােহাম্মদ মােসলেহ উদ্দিন জানান,বিষয়টি তিনি অবগত রয়েছন। চরাঞ্চলের মানুষর জান মাল রক্ষা ও তাদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধ পরিকর। উর্ধতন কর্তপক্ষের সাথে আলাচনা করে অচিরই এসব অপরাধীদের আইনের আওতায় আনা হব বলে তিনি হুশিয়ারী উচারণ করন