নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন সকল কাজ শেষে রাতের আঁধারে শীত বস্ত্রনিয়ে বিরামহিন ছুটে চলছে অসহায় শীতার্ত পরিবারদের মাঝে পৌর মেয়র মোজাম্মেল হায়দারর মাসুম ভু্ইঁয়া। পৌর সভার প্রত্যেকটি ওয়ার্ডে অসহাদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল বিতর করে আসছেন প্রতিনিয়িত।
গত কয়েকদিন ধরে পৌরসভার সকল ওয়ার্ডে এই কম্বল বিতরণ করেন তিনি। এই ছাড়াও পৌর শহরের ভাসমান হকার ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে মেয়র মাসুম ভুঁইয়াকে। মেয়রের কম্বল পেয়ে উচ্ছাসিত অসহায় শীতার্ত পরিবার গুলো। কম্বল পেয়ে অনেক অসহায় পরিবারের সদস্যরা বলেন, মেয়র সাহেব আমাদের বাড়িতে এসে আমাদের হাতে কম্বল দিয়ে গেছেন,আমাদরে পরিবারের খোঁজ খবর নিচ্ছেন, এতে আমরা অনেক খুশি, অতিতে কোন মেয়র আমাদের বাড়িতে গিয়ে আমাদরে অসহায় গরিবের খোঁজ খবর নেন নাই। বর্তমান এই মেয়র আমাদের সূখ দু:খের খবর নিচ্ছে ,তাতে আমার আনন্দিত । দোয়া করি আল্লাহ যেন মেয়র সাহেবকে অনেক দিন বাঁচিয়ে রাখেন। তারা আরো বলেন এক সময় সেবার জন্য কষ্ট করে মেয়রের কাছে যেত হত , এখন সেবা দিতে মেয়র আমাদের কাছে আসেন এইযেন মানবতার এক ফেরিওয়ালা । বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, পৌরবাসীর যতটুকু সম্ভব সেবা করা আমার দায়িত্ব ও কর্তব্য। পৌরবাসী সুখে শান্তি থাকলে আমি সুখে থাকবো বলে আমি মনে করি। পৌরবাসী সেবা করার জন্য সবসময় পাশে আছি আগামীতে ও থাকবো ।