নিজস্ব প্রতিনিধি,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ তাঁর নিজ হাতে আবিরনগর গ্রামের অসংখ্য অসহায় নারী-পুরুষের হাতে শীতবস্ত্র (কম্বল) উপহার তুলে দিয়েছেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন (৪নং ওয়ার্ড) আবিরনগর গ্রামের ইসলাম ব্যাপারী বাড়ী সংলগ্ন এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
জানা গেছে, একযুগের বেশি লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়াতে (৪নং ওয়ার্ড) আবিরনগর গ্রামের অসহায় মানুষগুলো সরকারি-বেসরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টি জেনে জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে আবিরনগর গ্রামে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে এসপির সঙ্গে উপস্থিত ছিলেন- এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, বিশেষ শাখার (ডিআইও-১) একেএম আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ও শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম প্রমুখ।