নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা শহরের মতই থানা শহরগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ তারেক বিন রশিদ।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারী বিকেলে দালাল বাজার, ইটের পোল, বাস টার্মিনালসহ জেলা শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা সিসিটিভি ক্যামেরা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ এর উদ্যোগে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় লক্ষ্মীপুর শহর ও আশে পাশের এলাকায় ২০০ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ক্যামেরা স্থাপনের পর থেকে কমেছে চুরি এবং অপরাধ প্রবণতা।
তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরা গুলো আমরা পরিদর্শন করেছি। কয়েকটি স্থানে আরো কিছু ক্যামেরা স্থাপন করা হবে।
এছাড়াও জেলা শহরের মতই থানা শহর গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক, লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, পুলিশ পরিদর্শ (তদন্ত) মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।